নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আপনজন: হাওড়ার জগৎবল্লভপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপ সহ একাধিক অভিযোগ তুলে পড়লো পোস্টার। বিক্ষোভ ও পথ অবরোধ হল। জানা গেছে, জগৎবল্লভপুর বড়গাছিয়ার একটি স্কুলে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে স্কুলে পড়েছে একাধিক পোস্টার। পোস্টারে লেখা আছে স্কুলের সরকারি টাকা নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে কেন গেল জবাব দাও। মিড ডে মিলের দৈনন্দিন খাবার স্কুল থেকে পাচার কিভাবে হচ্ছে এছাড়াও স্কুল পড়ুয়াদের পোশাকের ক্ষেত্রেও আর্থিক দুর্নীতির সহ একাধিক গুরুতর অভিযোগ এনেই এই পোস্টার পড়ে। বৃহস্পতিবার বেলা বাড়তেই এই পোস্টার ঘিরে স্কুলে উত্তেজনা ছড়ায়। শুরু হয় বিক্ষোভ। স্কুলের প্রাক্তন পড়ুয়ারা হাওড়া আমতা রোড অবরোধ করেন। প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা না গেলেও ওই স্কুলের প্রাক্তন সভাপতি জানান, গত পাঁচ মাস আগে পুরনো কমিটি বদল হয়ে নতুন কমিটি গঠিত হওয়ার সময় সমস্ত হিসাব বুঝিয়ে দিলেও কেন এই পোস্টার পড়ল তা তাঁর বোধগম্য নয়। অন্যদিকে তিনি সরাসরি অভিযোগ করেন যে বিষয়টি নোংরা রাজনীতি ছাড়া কিছু নয়। জগৎবল্লভপুরের বিধায়ক পর্যন্ত সমস্ত বিষয়টি জানেন এবং তাঁর নির্দেশেই পাঁচ মাস আগে ওই স্কুল ছেড়ে অন্য স্কুলে সভাপতির পদে তিনি গিয়েছেন। অন্যদিকে বিধায়কের দাবি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না তাই কোনও মন্তব্য করবেন না। যদিও প্রাক্তন পড়ুয়া সহ এলাকার মানুষ দ্রুত এই ঘটনার তদন্ত চাইছেন এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct