আপনজন ডেস্ক: যদি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক যুদ্ধ হয় তবে ব্রিটেন মারাত্মক ধ্বংসের মুখে পড়বে। নতুন এক সমীক্ষায় দেখা গেছে, পারমাণবিক সংঘাত হলে দুর্ভিক্ষে পাঁচ বিলিয়ন মানুষ না খেয়ে মারা যাবে। তবে অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা এই বিপর্যয় থেকে বেঁচে যেতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। কিন্তু যুক্তরাজ্যের ৯০ শতাংশ মানুষ অনাহারে মারা যাবে। ব্রিটিশ গণমাধ্যম মেট্রো আজ মঙ্গলবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। নেচার ফুড জার্নালে প্রকাশ হওয়া গবেষণার গবেষক অধ্যাপক অ্যালান রোবক বলেছেন, ‘পারমাণবিক যুদ্ধের সরাসরি প্রভাব যে ভয়াবহ হবে তা সবাই বোঝে, যেমনটি আমরা হিরোশিমা এবং নাগাসাকিতে দেখেছি। আমাদের গবেষণায় দেখা যাচ্ছে, জলবায়ু এবং কৃষিতে প্রভাবের কারণে বিশ্বের বাকি অংশে আরো ১০ গুণ মানুষ মারা যেতে পারে। ’সহজভাবে বললে, বিস্ফোরণের ফলে কালি দিয়ে বায়ুমণ্ডলের উপরিভাগ ঢেকে যাবে। ফলে সূর্য দেখা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct