আপনজন ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে যেন তারা সমস্ত জায়গায় টিকাকরণের ব্যবস্থা করে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মাণ্ডব্য মঙ্গলবার দিনে সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে তারা যেন বিভিন্ন জায়গায় কোরবেভ্যাক্স টিকাকরণের প্রক্রিয়া চালু করে। বাসস্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন, পার্ক, স্কুল, কলেজ, বিমানবন্দর সহ প্রতিটা জায়গাতেই যেন এই টিকাকরণের প্রক্রিয়া চালানো হয়। এটা হচ্ছে কোভিডের বুস্টার ডোজ, কিন্তু প্রথমবার যে দুটো টিকা দেওয়া হয়েছিল, কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের থেকে এটা আলাদা। গত সপ্তাহেই ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মাণ্ডব্য এই টিকাটিকে মান্যতা দিয়েছেন এবং যাঁরা ইতিমধ্যেই করোনার টিকা নিয়েছেন তাঁদের বুস্টার হিসেবে দিতে বলেছেন। তবে কোরবেভ্যাক্স এবং কোভ্যাকসিন কিংবা কোভিশিল্ডের দ্বিতীয় দোজের মধ্যে ৬ মাস বা ২৬ সপ্তাহের ফারাক রাখতে বলা হয়েছে।
সমস্ত ভারতবাসী যাতে এই বুস্টার ডোজ জলদি পেয়ে যান তার জন্য তিনি দেশের সমস্ত জায়গায় গণ টিকাকরণ প্রক্রিয়া চালু করতে বলেছেন। এছাড়াও তিনি রাজ্যগুলোকে বলেছেন তাঁরা যেন যথাসময়ে কেন্দ্রের অনুদান গ্রহণ করে স্বাস্থ্য ব্যবস্থা এবং পরিকাঠামোর উন্নতি ঘটায়। তাতে যেন কোনও রকম খামতি না থাকে। ইতিমধ্যেই ১২ কোটির বেশি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয় গিয়েছে বলেই তিনি জানিয়েছেন। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রী বিভিন্ন রাজ্যর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন যাতে তারা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প যেমন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন, জাতীয় স্বাস্থ্য মিশন সহ একাধিক প্রকল্পের সুবিধা নাগরিকদের কাছে পৌঁছে দেন। তিনি জানিয়েছেন কেন্দ্র সবসময় চেষ্টা করে চলেছে যাতে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে সঠিক ভাবে সস্তায় ভালো মানের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো পৌঁছে দিতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct