নাজিম আক্তার, চাঁচল, আপনজন: অবৈধ ও বহিরাগত টোটো বন্ধের দাবিতে মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাঁচলের অটো ও মিনিবাস চালক ও কর্মীরা।এদিন নেতাজি মোড়ে জাতীয় সড়কে অটো দাঁড় করিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় চাঁচল মহকুমা যাত্রীবাহী ফোরাম।তাদের দাবি,অবৈধ ও বহিরাগত টোটো রাস্তায় চলাচল বন্ধ করতে হবে।যেখানে সেখানে টোটো দাড় করিয়ে যাত্রী তোলার কারনে অটো ও মিনিবাসে যাত্রী কমে যাচ্ছে।যা তেলের দাম জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে মালিকদের।সেই সব দাবি নিয়ে মহকুমা প্রশাসনের কাছে একাধিক দরবার করলেও সুরাহ হয়নি বলে অভিযোগ।চাঁচল মহকুমা পরিবহন দফতরের নিষ্ক্রীয়তার অভিযোগ তুলে অফিস টাইমে ৮১ নং জাতীয় সড়কের নেতাজি মোড়ে বিক্ষোভ অবস্থানে বসে অবরোধ করেন অটো ও ম্যাক্সি চালকেরা।দুপুর ১২ টা পর্যন্ত বিক্ষোভ চলে।স্কুল ও অফিস টাইমে পড়ুয়া সহ অনেকেই আটকে পড়েন।চাঁচল মহকুমা যাত্রীবাহী ফোরামের সম্পাদক কাদের খান বলেন’আমাদের দাবি চাঁচলে অবৈধ ও বহিরাগত টোটো বন্ধ করতে হবে। অবিলম্বে আমাদের দাবি না মেটানো হলে অবস্থান চলতে থাকবে।বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় তিন ঘন্টা আন্দোলনের পর পুলিশ ও পরিবহণ আধিকারিকের আশ্বাসে অবরোধ তুলে নেন চালকেরা। চাঁচল মহকুমা পরিবহন দপ্তরের আধিকারিক সুভাষ বর্মন জানান, চালকদের নিয়ে পর্যালোচনা করা হবে বুধবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct