অমরজিৎ সিংহ রায় l বালুরঘাট,আপনজন: শিশু শিক্ষা কেন্দ্রে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সরব গ্রামবাসী। ঘটনায় যার জন্য ছাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বংশীহারী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।জানা গিয়েছে, সোমবার ছিল স্বাধীনতা দিবস। বংশীহারী মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রহিমপুর শিশু শিক্ষা কেন্দ্রে ওই দিন সকালে স্থানীয় মেম্বারকে দিয়ে শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকারা ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। ঐদিন সূর্যাস্তের পর জাতীয় পতাকা না নামিয়ে বুধবার দুপুর পর্যন্ত স্কুলের সামনে জাতীয় পতাকা দেখতে পান গ্রামবাসীরা। এই দৃশ্য নজরে আসতেই প্রতিবাদে সরব হন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছাড়া এলাকায়। খবর পেয়ে বেলা বারোটা নাগাদ ঘটনাস্থলে পুলিশ সহ বংশীহারী ব্লকের সহ-সভাপতি গনেশ প্রসাদ ঘটনাস্থলে গিয়ে জাতীয় পতাকা নামান এবং যথাযথ মর্যাদায় স্কুল সহায়িকা দের হাতে তুলে দেন। গ্রামবাসীদের অভিযোগ ১৫ই আগস্ট সূর্যাস্তের আগেই জাতীয় পতাকা নামানোর নিয়ম। সেখানে রহিমপুর এসএসকে স্কুলের জাতীয় পতাকা নামানোর সময় থেকে প্রায় ৪০ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও বুধবার বেলা ১১ টা পর্যন্ত জাতীয় পতাকা নামানোর কোন উদ্যোগ নেই স্কুল কর্তৃপক্ষের। বুধবার বেলা ১১ টায় রহিমপুর এসএসকে স্কুলের সহায়িকারা স্কুলে এসে পতাকা নামানোর চেষ্টা করতেই গ্রামবাসীরা বাধা দেন। জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে বলে নীলকমল শীল ও নিমাই শীল রা প্রশাসন ও সংবাদ মাধ্যম কে খবর দেন। বেলা বারোটা নাগাদ ঘটনাস্থলে পুলিশ সহ বংশীহারি ব্লকের সহ-সভাপতি গনেশ প্রসাদ ঘটনাস্থলে গিয়ে জাতীয় পতাকা নানিয়ে যথাযথ মর্যাদায় স্কুল সহায়িকা দের হাতে তুলে দেন। ওই এলাকার এক গ্রামবাসী নীল কুমার শীল জানান রহিমপুর এস এস কে স্কুলের জাতীয় পতাকা নামানোর সময় থেকে প্রায় ৪০ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও বুধবার বেলা 11 টা পর্যন্ত জাতীয় পতাকা নামানোর কোন উদ্যোগ নেই স্কুল কর্তৃপক্ষের।
বুধবার বেলা ১১ টায় রহিমপুর এসএসকে স্কুলের সহায়িকাগন স্কুলে এসে পতাকা নামানোর চেষ্টা করতেই গ্রামবাসীরা বাধা দেন। জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে বলে নীলকমল শীল ও নিমাই শীল এরা প্রশাসন ও সংবাদ মাধ্যম কে খবর দেন। বেলা বারোটা নাগাদ ঘটনাস্থলে পুলিশ সহ বংশীহারী ব্লকের সহ-সভাপতি গনেশ প্রসাদ ঘটনাস্থলে গিয়ে জাতীয় পতাকা নামিয়ে যথাযথ মর্যাদায় স্কুল সহায়িকা দের হাতে তুলে দেন। অন্যদিকে এ বিষয়ে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন ওই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা। ওই স্কুলের সহায়িকা বাসন্তী সরকার বলেন, প্রতিবছর ১৫ আগস্ট এর দিন সূর্যাস্তের আগেই পতাকা নামানো হয়। যে বাঁশটির উপরে পতাকা লাগানো হয়েছিল সেটি খুব উঁচু থাকার কারণে পতাকা নামাতে পারিনি। জাতীয় পতাকার অবমাননা করতে চাইনি। এই বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গনেশ প্রসাদ জানান, বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রহিমপুর শিশু শিক্ষা কেন্দ্রে ১৫ আগস্ট সকালে স্থানীয় মেম্বারকে দিয়ে সহায়িকাগন ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। ঐদিন সূর্যাস্তের পর জাতীয় পতাকা না নামিয়ে বুধবার দুপুর পর্যন্ত স্কুলের সামনে জাতীয় পতাকা দেখতে পান গ্রামবাসীরা। গ্রামবাসীদের নজরে সেই দৃশ্য আসতেই তারা প্রতিবাদে সরব হন। বেলা বারোটা নাগাদ আমি নিজে গিয়ে ঘটনাস্থল থেকে জাতীয় পতাকা নামিয়ে যথাযথ মর্যাদায় স্কুল সহায়িকা দের হাতে তুলে দিই ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct