মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ার ধুবুলিয়ায় এক বাস কর্মীকে মারার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস কর্মীরা। ধুবুলিয়া বাস স্টপ থেকে বাস প্যাসেঞ্জার তুলতে গেলে বাসস্ট্যান্ডে অটো এবং টোটো বেআইনিভাবে প্যাসেঞ্জার ছিনিয়ে তাদের গাড়িতে তোলার চেষ্টা এরই প্রতিবাদ করলে বাস চালককে বেধড়ক মারধরের অভিযোগ টোটো ও অটো চালকদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর। আহত ওই বাস চালকের নাম পাবন প্রামানিক তার বাড়ি পাগলা চন্ডী এলাকায়। প্রথমে বাস ইউনিয়নের পক্ষ থেকে ধুবুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ী করে যদিও বাস কর্মীদের দাবি প্রথমে থানা ও অভিযোগ করে।পরবর্তীকালে বাস মালিক সমিতির পক্ষ থেকে লিখিত আকারে অভিযোগ করা হয় পাশাপাশি তাদের দাবি দোষীদের অবলম্বী গ্রেফতার করতে হবে এবং বেআইনি অটো এবং টোটো যে সমস্ত যানবাহন চলছে তাদের চলাচল বন্ধ করতে হবে এবং ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর যেভাবে তারা দাঁড়িয়ে থাকে তাতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছিলেন বাস মালিক সমিতির পক্ষ থেকে। এই দাবি নিয়ে তারা প্রথমে কৃষ্ণনগর মেইন বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বা তারপর সেখান থেকে ডিএম অফিস সে একটি রেলি বিক্ষোভ করে একটি ডেপুটেশন জমা দেন পাশাপাশি এইরকম একাধিক দাবি নিয়ে নদীয়া জেলা এসপি অফিস ডিএম অফিস এসডিও অফিস জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন থানায় গুলিতে লিখিত অভিযোগ করেন তারা পাশাপাশি তাদের দাবি যদি তাদের অবিলম্বে গ্রেফতার এবং তাদের দাবি না পূরণ করা হয় তাহলে তারা নদীয়া জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেবে বলে হুঁশিয়ারি দেন ইউনিয়ন কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct