এহসানুল হক, বসিরহাট, আপনজন: কর্তব্য ও দায়িত্বের মাঝে স্বাধীনতা দিবসের আনন্দ উপভোগ করে নিলেন দুই দেশের সীমান্তরক্ষীরা। তেমন ছবিই দেখা গিয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সীমান্তে মিষ্টি বিতরণ করলেন ভারত ও বাংলাদেশের জওয়ানরা। বিএসএফ ও বিজিবি’র জওয়ানরা শনিবার একে অপরকে মিষ্টিমুখ করান। ঘটনাস্থল ঘোজাডাঙা সীমান্ত। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সীমান্তে মিষ্টি বিতরণ করলেন ভারত–বাংলাদেশের জওয়ানরা। বিএসএফ এবং বিজিবি’র জওয়ানরা সোমবার একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উপভোগ করেন। এদেশের সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের সুসম্পর্ক বহুদিনের। প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেই এই ছবি ধরা পড়ে ভারত–বাংলাদেশ সীমান্তে। দু’দেশের জওয়ানরা একে অপরকে মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করেন। স্বাধীনতার দিন ফের সেই দৃশ্য ধরা পড়েছে। দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক যেন আরও একধাপ এগিয়ে গেল সোমবার।
জানা গিয়েছে, শুধু বিএসএফের সেনা নয় ঘোজাডাঙা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব মন্ডলের উদ্যোগে বিএসএফ ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীদের মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়। এদিন তিনি বলেন, দুই দেশের সঙ্গে সৌভ্রাতৃত্ব ও দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রচেষ্টা আমাদের। শুধু স্বাধীনতা দিবস নয়, প্রজাতন্ত্র দিবস থেকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। শুধু ঘোজাডাঙা নয়, উত্তর চব্বিশ পরগনার ভারত–বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায় দু’দেশের সেনাদের মধ্যে মিষ্টি বিতরণ করে শুভেচ্ছা বিনিময় করা হয়। ভারতীয় জওয়ানদের মধ্যে এই প্রথা বহুদিন ধরেই চলে আসছে। স্বাধীনতা দিবস,সাধারণতন্ত্র দিবস এবং বিভিন্ন অনুষ্ঠানের দিনও ভারতের জওয়ানরা বাংলাদেশ ও জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এটাই ভারতীয় সংস্কৃতি–সৌজন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct