আপনজন ডেস্ক: ভারতীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে সরকারি হস্তক্ষেপের কারণে নিষিদ্ধ ঘোষণা করল ফিফা। এর ফলে অনিশ্চিত হয়ে পড়ল ভরাতের সাফ গেমসে অংশগ্রহণও। এছাড়া অক্টোবরে ভারতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) নিষিদ্ধ হওয়ার মধ্যে টুর্নামেন্টটি ভারতে হবে কি না, তা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এআইএফের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলের নির্ধারিত মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও নতুন নির্বাচন না করে তিনি অফিস চালিয়ে যাচ্ছেন, যা আইনের পরিপন্থী হিসেবে রায় দিয়েছে আদালত। ফিফা জানিয়েছে, এ ধরনের হস্তক্ষেপ ‘ফিফার আইন মারাত্মকভাবে লঙ্ঘন করে’। এআইএফএফ নিজেদের প্রাত্যহিক কাজে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct