আপনজন ডেস্ক: হামলার জন্য বিতর্কিত লেখক সালমান রুশদি এবং তার সমর্থকদেরই দায়ী করেছে ইরান। দেশটি বলেছে, রুশদির ওপর ছুরি হামলার জন্য ইরানকে দায়ী করার অধিকার কারো নেই। গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন দাবি করেছে। এদিকে সামলান রুশদি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। তিনি আগের মতোই হাসপাতালে তার কাছে থাকা মানুষদের সঙ্গে খোশগল্প করেছেন। ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি অবস্থা গুরুতর। তবে তিনি এখনো উচ্ছল রয়েছেন। হাসিঠাট্টাও করছেন। রুশদির ছেলে জাফর রুশদি এসব কথা বলেছেন। জাফর রুশদি বলেন, তার বাবাকে যেভাবে আঘাত করা হয়েছিল, তাতে তার জীবন নিয়ে শঙ্কা ছিল। তবে তিনি পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন। রুশদির ওপর হামলার জন্য অনেকেই ইরানের দিকে আঙুল তুলেছেন। হামলাকারীর মোবাইলে ইরানের সাবেক জেনারেল কাসেম সোলেইমানির ছবি পাওয়া গেছে। আবার ‘স্যাটানিক ভার্সেস’ লেখার পর সালমান রুশদিকে হত্যার জন্য ফতোয়া ঘোষণা করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।