নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা শিক্ষার পুনর্মূল্যায়ন, সমুন্নত শিক্ষাঙ্গন ও বেকারত্ব দূরীকরণের আওয়াজ তুলেছে। শিক্ষাসংক্রান্ত একাধিক দাবি নিয়ে ছাত্র সংগঠন এসআইও পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে তমলুকের উত্তর সোনামুইতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি আজম হোসেন বলেন, “আমাদের জেলা শিক্ষা, বেকারত্বসহ একাধিক সমস্যায় জর্জরিত। জেলার গ্রামীণ এলাকায় স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।” তিনি সরকারের কাছে স্কুলছুটদের জন্য বিশেষ স্কিম ঘোষণার দাবি জানান। তিনি আরও বলেন, “জেলায় গার্লস কলেজের ঘাটতি রয়েছে। প্রতিটি সংসদীয় এলাকায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠাতা করতে হবে।” উল্লেখ্য যে, এই চলমান শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে জেলার ৮দফা দাবি নিয়ে আগামী ১৭ই আগস্ট ছাত্রজনতার মহামিছিল ও জেলা শাসককে ডেপুটেশন প্রদানের কর্মসূচি রয়েছে।
জেলার শিক্ষাঙ্গন সম্পাদক পারভেজ আলাম খাঁন বলেন, “জেলার একমাত্র মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন, পরিকাঠামোগত গঠন মানোন্নয়ন করতে হবে।”জনসংযোগ সম্পাদক ইমরান হোসেন বলেন, “একদিকে স্কুলগুলো যোগ্য শিক্ষকের অভাবে ভুগছে, অন্যদিকে কলকাতার রাজপথে চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে অনশন করতে বাধ্য হচ্ছে।” তিনি আরও বলেন, “উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক বদলির জন্য গ্রামের স্কুলগুলোতে ব্যাপক শূন্যপদ তৈরি হয়েছে। তিনি শিক্ষাঙ্গনে বৈষম্য বন্ধের দাবি জানিয়ে বলেন “শিক্ষাঙ্গনে ধর্মীয় বৈষম্য প্রকট হয়ে উঠেছে। হিজাব পরার জন্য নার্সিং পড়ুয়ারা মানসিক নির্যাতনের স্বীকার হচ্ছে।” তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোর ভগ্নপ্রায় দশার জন্য সংখ্যালঘু দপ্তরের সমালোচনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct