আপনজন ডেস্ক: গাম্বিয়ায় গত মাসের শেষের দিকে বিগত প্রায় অর্ধশতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ বন্যায় ঘরবাড়ি ছাড়া হয়েছেন ৫ সহশ্রাধিক মানুষ। দেশটির দুর্যোগ সংস্থার এক প্রতিবেদন একথা জানায়।ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি (এনডিএমএ) বৃহস্পতিবার জানায়, ৩০ এবং ৩১ জুলাই ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় পাঁচ বছরের কম বয়সী ৮ সহস্রাধিক শিশুসহ কমপক্ষে ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে লাখো মানুষের উপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি বলেছে, দুদিনের ব্যবধানে ২৭৬ মিমি বৃষ্টিপাত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct