সেক আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশান এর পক্ষ থেকে স্বচ্ছ ভারত প্রকল্পের আওতাধীন স্বচ্ছ পক্ষতা দিবস পালন হয় ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে। তমলুক নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় দেওয়ার লিখন, প্রতি বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন, অঙ্কন প্রতিযোগিতা, দেশভক্তি গান,জাতীয় পতকা উত্তোলন, বর্নাট্য তিরঙ্গা যাত্রা, বৃক্ষ রোপণ, বিভিন্ন মনিষীদের স্মৃতিতে মাল্যদান, বক্তৃতা, সাফাই অভিযান নানা কর্ম সূচি হয়। সংস্থার চেয়ারম্যান শিক্ষক শ্যাম প্রসাদ পাত্র বলেন, ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশান সারা বছর সমাজ সচেতনতার মূলক কর্মসূচি করে থাকে। প্রবল বর্ষণকে উপেক্ষা করে যে সকল অতিথি ছাত্র ছাত্রী সেমিনারে অংশগ্রহণ করেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন সংস্থার সভাপতি সেক আবুল হাসান।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আদমি প্রকল্পের সহায়ক সংস্থা রিমকির কর্মী ও প্রাক্তন সুতাহাটা ব্লকের নেহেরু যুব কেন্দ্রের ভলেন্টিয়ার রাহুল কুমার দাস ,বিশিষ্ট সমাজ সেবী কুশল চক্রবর্তী,শিক্ষক বারিদ বরণ গুড়িয়া,শিক্ষক মির্জা মসিউর রহমান,আবুুল কালাম খান সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct