সমুদ্র মন্থন
হাবিবুর রহমান
এমন শ্রাবনদিনে ছিল মেঘের গর্জন।
বৃষ্টি বাদলে নদীনালা টই - টুমবুর।
সাগরের ঢেউয়ে সাপের ফণা
উন্মত্ত বিশ্ব চরাচর।
সহসা পড়িল বাজ -
বাংলার রবি,বিশ্বকবি ২২শে নিল চিরবিদায়।
নিঃস্তব্ধ বিশ্ব ,বাতাস থমকে যায়।
প্রাণীকুলের কান্নায় ব্যাঙের গোঙানি ।
মেঘে ঢেকে গেছে চাঁদনী।
মায়ার পৃথিবী ছেড়ে তুমি অমৃতলোকে।
শতবর্ষের আলোকবর্তিকা তুমি,
শয়নে স্বপনে চিন্তনে মননেএখনও সমান জনপ্রিয়।
বাংলা ভাষার ভান্ডার ভরা তোমার পরশে।
হাসি কাঁদি গান গাই তোমারই দৌলতে।
অঞ্জলী দিয়েছি তোমারে এই ভরা বরষায়।
রেখে গেছো অখন্ড বাংলায় সোনার সংসার,
বাংলা ভাষার মনিমুক্ত অমূল্য সম্পদ।
তোমার দেওয়া পরশ পাথর কেবলি চমকায়।
তোমাতে সমৃদ্ধ বাংলা ভাষা,
বিশ্বে গর্বিত বাঙালিজাতি।
তাই,না থেকেও সর্বত্র আছে তোমার উপস্থিতি।
প্রয়াণ দিবসে নত মস্তকে স্মরি তোমারই স্মৃতি
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct