মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ইতিহাসের এক বিস্মৃত স্বাধীনতা সংগ্রামী অনিল বরণ রায়। খন্ডঘোষের গুইর গ্রামে ১৮৯০ সালে এই স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেন। তার বাবা নবকুমার রায় লন্ডনে পড়াশোনা করা ব্যক্তিত্ব ছিলেন। অসম্ভব মেধাবী অনিল বরন রায় গান্ধীজীর অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়েন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বিশ্বস্ত অনুচর হিসাবে কাজ করেছেন।স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে বহুবার জেল খাটেন। আলিপুর সেন্ট্রাল জেলে ইংরেজ সরকারের আর এক রাজ বিদ্রোহী সুভাষচন্দ্র বসু সঙ্গে জেলেই ঘনিষ্ঠতা তৈরি হয়। বাঁকুড়ার হেতমপুর পরে বর্তমান বাঁকুড়ার খ্রিস্টান কলেজে তিনি অধ্যাপনা করেছিলেন। বাঁকুড়া কংগ্রেসের প্রথম সম্পাদক তিনি। ১৯২১ খ্রিস্টাব্দে তাকে বাঁকুড়া কংগ্রেসের সম্পাদক নির্বাচিত করা হয় ঐ সময় কংগ্রেসের অনেক কমিটি ও স্বাধীনতা আন্দোলনের জন্য অনেক অর্থ আদায় করেছিলেন। জাতীয় কংগ্রেসের রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলেন। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য পার্টির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় যোগদান করেন। স্বাধীনতা আন্দোলনের এক উল্লেখ্যযোগ্য সেনানি পরবর্তীকালে ঋষি অরবিন্দ সঙ্গে ঘনিষ্ঠতা লাভ করেন এবং বাকি শেষ জীবনটি তিনি ঋষি অরবিন্দের সঙ্গে কাটান। পন্ডিচেরিতে দীর্ঘ ৪০ বছর ঋষি অরবিন্দ সঙ্গে কাটানোর পর ১৯৬৬ সালে তারা জানতে পারেন যে দেশ স্বাধীন হয়ে গেছে এবং ভারতকে টুকরো করে দুটি দেশে রূপান্তরিত করা হয়েছে। ১৯৬৬ সালে ভারত পাকিস্তান দুটি দেশকে একত্রিত করার জন্য তিনি আন্দোলন শুরু করেন। কিন্তু তার এই আন্দোলন সাফল্য লাভ করেনি। ১৯৭৪ সালে এই মহান বীর বিপ্লবীর কলকাতার বাসভবনে জীবনাবাসন ঘটে। বর্ধমানের বিখ্যাত ইতিহাসবিদ ডক্টর সর্বজিৎ যশ বলেন অনিল বরণ রায়ের জন্ম ১৮৯০ আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ১৮৯৭। সুভাষচন্দ্র বসুর থেকে ৭ বছরের বড় ছিলেন অনিল বরণ রায়। কিন্তু এই বিশাল ব্যক্তিত্বকে ইতিহাস মনে রাখেনি । বর্ধমানের বিশিষ্ট সাহিত্যিক গবেষক ড. রমজান আলি খুব শীঘ্রই তাকে নিয়ে একটি বই রচনা করছেন। গুইর গ্রামের সাংবাদিক শেখ এবাদত বলেন, আমরা অনিল বরণ রায়ের স্মৃতি ধরে রাখার জন্য চেষ্টা করছি। কিন্তু সাধারণ মানুষের আগ্রহ খুবই কম। বিশিষ্ট ব্যক্তিত্ব মধুসূদন চন্দ্র বলেন, দক্ষিণ দামোদরের এই সব মহান মনীষীদের অবদানের কথা নতুন প্রজন্ম জানুক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct