সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট, আপনজন: বিপ্লবী নিকুঞ্জ সেন স্মারক স্মৃতি পুরস্কার প্রদান করল বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটি। শুক্রবার বিকেলে উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাটের পাথরঘাটা উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন দুপুর ১ টায় বিপ্লবী নিকুঞ্জ সেনের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরিবেশন করা হয় উদ্বোধনী সঙ্গীত। দিনের অনুষ্ঠানে আয়োজক পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা কবিতা, গান ও নাচ মঞ্চস্থ করেন। বক্তব্য রাখেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, চলচ্চিত্র পরিচালক রাজ ব্যানার্জি , পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল মহাপাত্র, প্রাক্তন প্রধান শিক্ষিকা মৈত্রেয়ী চ্যাটার্জি, নিকুঞ্জ সেনের সহযোগী কাশীনাথ মন্ডল, আলোর দিশারী সংস্থার কর্ণধার শেখ রাহানাতুল্লাহ প্রমুখ। এদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির দুই সম্পাদক অসিত চট্টোপাধ্যায় ও প্রদীপ রায় এবং সহ সভাপতি রঞ্জিত কুমার মন্ডল। এদিন সংবর্ধিত হন মাধ্যমিক পরীক্ষায় কৃতী চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া স্নেহা পারভীন ও অম্বিকা সৌদামিনী বালিকা বিদ্যালয়ের পড়ুয়া মহিমা খাতুন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের মধ্যে সংবর্ধিত হন বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিউশনের পড়ুয়া অয়ন্তিকা দাস, একই বিদ্যালয়ের অনুভব দাস ও আয়োজক পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া লক্ষী পাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct