উলঙ্গ
আব্দুল রহিম
সহস্র বছর ধরে
মদের গ্লাসে নরম মাংশ মিশিয়ে
বেঁচে ওরা
যারা আকাশের দিকে তাকিয়ে বলেছিল
উলঙ্গতা চায়।
আজ সবুজ গাছটা উলঙ্গ
ধুলোমাখা পথটা উলঙ্গ
শহরের সাদা দেওয়ালটা উলঙ্গ
কবিদের কলম
শিল্পীদের তুলি উলঙ্গ।
সহস্র বছর ধরে
সভ্যতাকে ওরা বেধে রেখেছে
হোটেলের বিছানায়
পার্কের সবুজ ঘাসে
না হয় প্রেমিকার ঠোঁটে।
আমি একদিন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে বলব
আমি এখনও আদি মানব
আমাকে এক টুকরো কাপড় দাও
না হয় একটু আগুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct