বিতৃষ্ণা
রাজিয়া মল্লিক
নিজেকে ছায়াহীন করে রেখেছি,
আমাদের পূর্বপুরুষরা যেভাবে মাটির সঙ্গে মিশে গেছে
আমিও সেইভাবে মিশে গেছি অন্ধকারের তলদেশে।
হাতড়াতে হাতড়াতে উলঙ্গ আজ এ সভ্যতা!
বুক চিরলেই দেখা যায় স্বার্থের মরুউদ্যান।
কেউটে ধরতে গিয়ে কেঁচো হয়ে গেছি!
ওরা সব শাসনের নাম করে আমার রক্ত শুষে নিল।
আজ মায়াহীন চোখে উদয় হয়েছে বিতৃষ্ণা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct