আপনজন ডেস্ক: বলকান উপত্যকার দেশ মন্টেনেগ্রোতে নির্বিচার গুলি চলায় দুই শিশু, বন্দুকধারীসহ ১১ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবারের এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে একজন প্রসিকিউটর এসব কথা জানিয়েছেন। মন্টেনেগ্রোর পুলিশ পরিচালক জোরান ব্রিডজানিন বলেন, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি শিকারের বন্দুক দিয়ে দুই সহোদরকে গুলি করে হত্যা করেন। একজনের বয়স ৮, অন্যজনের বয়স ১১ বছর। তাদের গুলিবিদ্ধ মা বিকেলে একটি হাসপাতালে মারা যান। জোরান বলেন, পরিবারটি বন্দুকধারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত। কেন এই গুলির ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বন্দুকধারীর নাম প্রকাশ করেননি তিনি। তবে তাঁর নামের আদ্যক্ষর ভি, বি বলে জানান এ কর্মকর্তা। তিনজনকে গুলির পর বন্দুকধারী বাসা থেকে বের হয়ে যান এবং সাত পথচারীকে হত্যা করেন। গোলাগুলির ঘটনায় একজন পুলিশ সদস্যও আহত হন বলে জানান জোরান। প্রসিকিউটর আন্দ্রিজানা নাসটিক বলেন, ঘটনাস্থলে পৌঁছে নয়টি লাশ দেখতে পাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct