শরত এলো
আহমাদ কাউসার
শরত এলো নদীর কূলে
সাদা কাশের ফুলে
বকের সারি ঐ উড়ে যায়
বিল পেড়িয়ে দূরে।
শরত এলো ঐ আকাশে
সাদা সাদা মেঘে
ধানের ক্ষেতে দোল খেয়ে যায়
দক্ষিণ বাতাস বেগে।
শরত এলো শিউলি ফুলে
মুখর পাড়া ঘ্রাণে
শরতরাণী ঘুরে বেড়ায়
ছাতিম ফুলের টানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct