একটা নতুন স্বাধীনতা চাই
তাপস কুমার বর
স্বাধীনতা চাই গো জনগণ
আমি স্বাধীনতা চাই!
স্বাধীন হতে পেরেছি আমরা সকলে
অভুক্ত কাঙালগুলো কই?
ওদের কোন স্বাধীনতা নেই
তবু সভ্যতার উন্নয়নে স্বাধীনতা চাই!
এ কেমন বিচার গড়েছো তোমরা
জনগণ স্বাধীনতা চাই।
দুঃখগুলো রাস্তার কোণে কোণে
জীবন চলছে মরা-বাঁচাই!
আজও কেন ওরা বাটি হাতে
বলছে, একটু স্বাধীনতা চাই!
যে মা একদিন মানুষ করেছে তোমায়
বৃদ্ধাশ্রমে কেন তাঁর ঠাই?
বলতে পারো স্বাধীনতা
তোমার কাছে উত্তর নেই!
স্বাধীনতা চাই গো জনগণ
আমি স্বাধীনতা চাই!
নারীরা আজও হয়নি সুরক্ষিত
তবু আমরা স্বাধীনতা চাই।
কত নারী ধর্ষিতার কলঙ্ক বোঝা নিয়ে
খবরের কাগজে হয়েছে হেটলাইন!
তবু আমরা ভেবেছি কি?ও জনগণ ভাই,
আজ কেন স্বাধীনতা চাই?
আমি একটা নতুন স্বাধীনতা চাই
এসো আমরা তোমরা সকলে ভাই-ভাই।
যেখানে নেই জাত-ধর্মের বিচার
নতুন মানবধর্মের জাতি বানাই।
এই স্বাধীনতা তোমার আমার
এই রকম একটা নতুন স্বাধীনতা চাই!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct