আপনজন ডেস্ক: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালন করা হচ্ছে দেশজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন, দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করার জন্য। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া ট্যুইটারে তার প্রফাইল ছবি বা ‘ডিপি’ পাল্টে ৩০ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে রাজ্যের তৃণমূল কংগ্রেস সমর্থক ও নেতা-মন্ত্রীরাও তাদের ডিপি-তে সেই ছবি দিয়েছিলেন। সেই ৩০জন স্বাধীনতা সংগ্রামীর ছবির মধ্যে অব্যশ স্থান পায়নি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুুল কালাম আজাদ। সেই খবর প্রথম নজরে আনে ‘আপনজন’। দৈনিক আপনজন-এর ১৪ আগস্ট সংখ্যায় সেই খবর প্রকাাশিত হওয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহও চৌধুরিও সেই ছবি তার ডিপিতে দেওয়ায় সমালোচিত হন। দুপুর পেরতেই সিদ্দিকুল্লাহ চৌধুরি সেই ছবি পাল্টে কার সেই পুরনো ছবি ডিপি-তে দেন।
একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপি-র ছবিও পরিবর্তন করা হয়। পরিবর্তিত ছবিতে সংযোজন করা হয়েছে বেশ কয়েকজন মনীষীর নাম। তাতে জওহরলাল নেহরু কিংবা মৌলানা আজাদ স্থান না পেলেও স্থান পেয়েছেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুুখ মনীষীদের নাম। এর পর সেই পরিবর্তিত ছবির কোলাজ শুধু মমতার ডিপি-তে স্থান পায়নি, স্থান পেয়েছে তার দলের অন্যদের ডিপি-তেও। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজেও পুরনো ছবি পাল্টে সংযোজিত ছবিটি রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct