সুব্রত রায়, কলকাতা, আপনজন: শনিবারের নিম্নচাপ আজ আরো শক্তি বাড়িয়ে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপটি ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা উপকূলে বিরাজ করছে। এই মুহূর্তে দীঘা থেকে উত্তর পূর্ব দিকে দশ কিলোমিটার দূরে রয়েছে। এর প্রভাবে ভারি বৃষ্টি হবে দুই মেদনীপুর ,ঝাড়গ্রাম , দুই ২৪ পরগনা ,দুই বর্ধমান, হাওড়া, পুরুলিয়া , বাঁকুড়াতে । কলকাতাতে এই নিম্নচাপের ফলে কোন ভারী বৃষ্টি হবে না। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে বাদবাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী কাল এই নিম্নচাপ ঝাড়খন্ড ,ছত্রিশগড় থেকে চলে যাবে। এই নিম্নচাপের ফলে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘন্টা প্রতি ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে । কলকাতা, হাওড়া, ঝাড়গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টি উইন্ড থাকবে। আগামীকাল কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। হালকা বৃষ্টি হবে ।এর ফলে দীঘা, মন্দারমনি এবং গঙ্গাসাগরে পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হয়েছে। মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আগস্ট এ দক্ষিণবঙ্গে নরমাল বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি যেটা ছিল সেটা খুব একটা কমেনি । তবে এই বৃষ্টিপাত থেকে চাষবাসে অনেকটা উপকার হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct