নকীব উদ্দিন গাজী, কাকদ্বীপে, আপনজন: উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় শুরু হয়েছে মূষলধারে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া।অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালের জেরে বেড়েছে নদীর জলস্তর। নদী বাঁধ উপছে জল ঢুকছে এলাকায়। আতঙ্কে সাগর, নামখানা,মৌশুনি,কাকদ্বীপ সহ গাঙ্গেয় উপকূলবর্তী এলাকার বাসীন্দারা। নামখানার নারায়নপুর,সাগরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বৃষ্টির জেরে জলমগ্ন কাকদ্বীপের বাজার। এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষের। অন্যদিকে কাকদ্বীপ থানার সামনে ঢুকে পড়েছে মনিগঙ্গা নদীর জল জলে থৈথৈ করছে কাকদ্বীপ বাজার নামখানার পাতিবুনিয়া নদীর বাঁধ ভেঙে এলাকায় ১৮০ টি বাড়িতে জল ঢুকে পড়ে মৌসুনি দ্বীপে প্রায় ১৫০ টায় পরিবার জলমগ্ন হয়ে যায় উপকূলবর্তী এলাকায় সবমিলিয়ে নিম্নচাপ আর পূর্ণিমার কোটালে সুন্দরবনবাসী সমস্যায় পড়েছে উপকূলবর্তী এলাকায় অন্যদিকে নিম্নচাপের জেরে যাতে সাধারণ মানুষদের সমস্যায় না পড়তে হয় সেজন্যই ডায়মন্ডহারবার মহকুমা শাসকের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct