আপনজন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান যোদ্ধারা। এ সময় মহিলােদর মারধর, লাঠিপেটা ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তালেবানের ক্ষমতায় ফেরার প্রথম বর্ষপূর্তির কয়েক দিন আগে শনিবার বিরল এক বিক্ষোভে এ ঘটনা ঘটেছে বলে সংবাদ সংস্থা এএফপির খবর। গত বছরের ১৫ আগস্ট ক্ষমতা দখলের পর আফগানিস্তানে মহিলাদের উপর নানা নিষেধাজ্ঞা জারি করে তালিবান প্রশাসন। এদিন তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে এই বিক্ষোভে প্রায় ৪০ নারী অংশ নেন। তাঁদেরকে ‘রুটি, রুজি ও স্বাধীনতা’ স্লোগান দিতে শোনা যায়।এরপর ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বিক্ষোভরত মহিলাদের ছত্রভঙ্গ করতে তাদের উপর ললাঠি চালানোর অভিযোগ ওঠে তালিবান যোদ্দাদের বিরুদ্ধে।
বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট কালো দিন’। বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা কাজ করার ও রাজনীতিতে অংশগ্রহণের অধিকারের দাবি জানান। তাঁরা ‘ন্যায়বিচার চাই/অবহেলায় আমরা ক্ষুব্ধ’ প্রভৃতি স্লোগান দেন। কয়েক মাসের মধ্যে মহিলাদের প্রথম কোনো বিক্ষোভ ছিল এটি। এই কর্মসূচির খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ক্ষমতা দখলের পর কঠোর ইসলামিক বিধিবিধানের শিথিল ধারা মেনে চলার অঙ্গীকার করেছিল তালিবানরা। তালিবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় কঠোর শরিয়াহ আইন অনুসরণ করেছিল।ফের ক্ষমতায় এসে আগের আমলের অনেক বিধিনিষেধ আরোপ করেছে তালিবান প্রশাসন। সরকারি চাকরিতে মহিলাদের ফিরতে বাধা দেওয়া হচ্ছে। মেয়েদের স্কুল খোলায়ও রয়েছে নানা বিধিনিষেধ। দীর্ঘ সফরে মিহলাদের একা ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। তারা কেবল পুরুষদের থেকে পৃথক দিনে রাজধানীর বাগান ও পার্কগুলোতে বেড়াতে যেতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct