অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দুর্ঘটনা রুখতে তৎপর পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের কড়া পদক্ষেপ বাইক চালকদের বিরুদ্ধে। যারা ট্রাফিক নিয়ম ভেঙে বাইক চালাচ্ছেন, তাদের আটক করে করা হচ্ছে জরিমানা। ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য প্রচারের পাশাপাশি, পদক্ষেপ করছে পুলিশ।উল্লেখ্য,বৃহস্পতিবার বালুরঘাট শহরে দুটি অটোমেটিক ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার শুভ উদ্বোধন করা হয়। এরপরই শুক্রবার ট্রাফিক নিয়ম লংঘনকারীদের ধর পক্ষ শুরু করাহয় পুলিশের তরফে। শুক্রবার ডিএসপি (ট্রাফিক) বিল্ল মঙ্গল সাহা ,বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা ও বালুরঘাট ট্রাফিক ওসি বাবুল হোসেনের উপস্থিতিতে চলে এই বিশেষ অভিযান থানা মোড় এলাকায়। মূলত যারা হেলমেট ছাড়াই রাস্তায় বেরিয়ে ছিলেন তাদের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া যাওয়ার কারণে প্রায় ১০ জনকে জরিমানা করা হয়। আগামী দিনেও এইরূপ অভিযান চলবে বলেই জানা গিয়েছে। এ বিষয়ে ডিএসপি (ট্রাফিক) বিল্ল মঙ্গল সাহা জানান, পথ দুর্ঘটনা রুখতে আমরা বিশেষ ড্রাইভ চালাচ্ছি। ই-চালান এর মাধ্যমে ফাইন করা হচ্ছে। তাদের দেওয়া নম্বরে একটি মেসেজ এর মাধ্যমে লিংক তারা পেয়ে যাবেন। কোন ক্যাফে তে গিয়ে অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমেই তারা সেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct