আপনজন ডেস্ক: ভেজাল দেওয়ার অপরাধে বাংলাদেশে এবার সর্ব্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড ভোগ করতে হবে। সেদেশের মন্ত্রিসভঅয় এই সিস্বধান্ত নেওয়অ হয়েছে। ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণসহ কয়েকটি অপরাধের জন্য সর্বোচ্চ এই শাস্তির বিধান রাখা হয়েছে। বর্তমান আইনে অপরাধের ধরন অনুযায়ী সর্ব্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সিদ্ধান্ত মন্ত্রিসভার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct