মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: দক্ষিণ দামোদরকে বহু বহু মানুষ গর্বিত করেছেন তাদের মধ্যে অন্যতম পল্লীবন্ধু বিশালাক্ষ বসু। পিছিয়ে পড়া অবহেলিত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষের শিক্ষার জন্য তিনি তৈরি করেন শ্যামসুন্দর কলেজ। সেই কলেজে আসার জন্য রাস্তা তৈরী এবং নিজ উদ্যোগে পয়সা খরচ করে দামি দামি শিক্ষক রাখা এক ইতিহাস হয়ে আছে । সেই কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন হলো। এই পূর্তি উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমানের জেলাশাসক প্রিয়ংকা সিংলা, এস পি কামনাশিস সেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভি সি নিমাই সাহা, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি তথা রায়নার বিধায়িকা ও কলেজের সভাপতি শম্পা ধাড়া সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন বক্তা বিশালাক্ষ বসুর চিন্তা চেতনা শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করেন। বিশালাক্ষ বসু ১৯২৭ সালে রায়নার আহারে বেলমা এলাকায় চাতরে তৈরি করেন একটি সাধারণ স্কুল। ১৯৩৫ সালে সেই স্কুলটি বন্যায় বিদ্ধস্ত হয়ে যায়। পল্লীবন্ধু জমিদার বিশালাক্ষ বসু তার বাবার নামে আহারে বেলমা এলাকায় ১৯৪৫ সালে তৈরি করেন রামলাল আদর্শ বিদ্যালয়। তিনি ১৯৪৮ সালে তৈরি করেন শ্যামসুন্দর কলেজ । ১৯৬২ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের বদান্যতায় এই কলেজের স্বীকৃতি পায় । শ্যামসুন্দর কলেজের প্রাক্তনী সংগঠনের সহ-সম্পাদক উৎপল রায় বলেন, দক্ষিণ দামোদরকে বহু মানুষ গর্বিত করেছেন আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু দক্ষিণ দামোদরে জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই রকমই শিক্ষা আন্দোলনের বিশালাক্ষ বসুর তুলনায় পুরো বর্ধমানে এরকম শিক্ষাদরদি মানুষের নাম আর দ্বিতীয় পাওয়া যাবে না। ৭৫ বছর পূর্তি উপলক্ষে সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে শ্যামসুন্দর কলেজের প্রিন্সিপাল গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় আন্তরিক প্রয়াস চালান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct