আপনজন ডেস্ক: রাজ্যের অন্যতম পিছিয়ে পড়া শ্রেণি সংখ্যালঘুদের শিক্ষায় এগিয়ে আনার ক্ষেত্রে অন্যতম পথিকৃত হিসেবে দীর্ঘ ৩৬ বছর ধরে আল-আমীন মিশন ধারাবাহিক সাফল্যের নজির সৃষ্টি করে আসছে।। তার ফলশ্রুতিতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’এর এক উল্লেখযোগ্য সাফ্যল দেখিয়ে আসছে আল-আমীন মিশনের ছাত্রছাত্রীরা। প্রতি বছর আল আমীন মিশন থেকে প্রায় পাঁচশ ছাত্র-ছাত্রী ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছেন। শিক্ষার উৎকর্ষ সাধনে নিরলসভাবে নিজেকে নিয়োজিত রাখা আল আমীন মিশন এবার স্বাস্থ্য পরিষেবাতেও নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে আল-আমীন মিশন। গরিব ও দুঃস্থদের নামমাত্র খরচে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা পরিষেবা প্রদান মিশনের এখন অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যেই কয়েক বছর আগেই মিশনের মেইন শাখা খলতপুরে শুরু হয় আল-আমীন হেলথ কেয়ার সেন্টার। এবার এর শাখাও হল উত্তরবঙ্গে। মিশনের দ্বিতীয় শাখা দক্ষিণ দিনাজপুরের বেলপুকুরে গত ৭ আগস্ট রবিবার উদ্বোধন হল আল-আমীন হেলথ কেয়ার সেন্টারের দ্বিতীয় শাখার। সারা রাজ্যে এরকম ১৫টি সেন্টার গড়ার পরিকল্পনা রয়েছে মিশনের। উত্তরবঙ্গে এই সেন্টারটির উদ্বোধন করেন মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, বুনিয়াদপুরের বিএমওএইচ ডা. পুলকেশ সাহা ও মিশনের একঝাঁক ডাক্তার প্রাক্তনী।
রামকৃষ্ণ মিশনের স্বাস্থ্য পরিকাঠামোর আদর্শে উদ্বুদ্ধ হয়ে গড়ে ওঠা আল-আমীন মিশন স্বাস্থ্য পরিষেবাতেও হেলথ সেন্টারগুলোকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের আদলেই গড়ে তুলতে চান বলে জানান এম নুরুল ইসলাম। তার বক্তব্যে প্রান্তিক মানুষের কথা, এতিমদের কথা, শিক্ষা-স্বাস্থ্য পরিষেবার কথা উঠে আসে বার বার। মনোতোষ মণ্ডল তার মন্তব্যে আল-আমীন মিশনকে রামকৃষ্ণ মিশনের সমকক্ষ বলে উল্লেখ করেন এবং সমাজ গঠনে এই দুই প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। আল-আমীনের সামগ্রিক কাজকর্মকে, বিশেষত, এই দিনের অনুষ্ঠানকে তিনি একটি ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন। মিশনের প্রাক্তনী ডাক্তারদের মধ্যে উল্লেখযোগ্য বন্তুব্য রাখেন ডা. কাশেম আলি, ডা. নাজমা আক্তার প্রমুখ। তারা তাদের ডাক্তার হয়ে ওঠার পেছনে মিশনের ভূমিকা নিয়ে আবেগাপ্রুত স্মৃতিচারণা করেন। এ ছাড়াও নাতিদীর্ঘ বক্তব্য প্রদান করেন মিশনের ট্রাস্টি আশরাফুল হোসেন, আলমগীর বিশ্বাস, প্রাক্তন ছাত্র আলাউদ্দিন মল্লিক এবং ডব্লিউবিসিএস অফিসার রমজান আলি-সহ অনেকে। বেলপুকুর শাখার শাখাপ্রধান তথা অনুষ্ঠানের আহবায়ক মাইনুদ্দিন আহমেদের বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের সহকারী সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct