আপনজন ডেস্ক: মুসলিম মহিলাদের ছবি বিকৃত করে ইন্টারনেটের মাধ্যমে নিলামে তোলার অ্যাপ ‘সুল্লি ডিলস’-এর নিমার্তাদের কোনওভাবেই ছাড় দিতে চাইছে না সুপ্রিম কোর্ট। তাই অভিযুক্ত অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে তদন্ত স্থাগিত রাখার আবেদন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ‘সুল্লি ডিলস’-এর নির্মাতার বিরুদ্ধে তিনটি রাজ্যে করা এফআইআরকে এক ছাতার তলা নিয়ে আসার জন্য শুক্রবার নোটিশ জারি করেছে দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ সরকারকে। এদিন এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এস.কে.কৌল ও বিচারপতি এম.এম.সুন্দরেশ বলেন, ‘সুল্লি ডিলস’অ্যাপের মাধ্যমে অনেকগুলি ছবি আপলোড করায় বেশ কয়েকটি অপরাধ সংঘটিত হয়েছে। যাদের ছবি আপলোড করা হয়েছিল তারা সকলেই ক্ষুব্ধ ও অপমানিত। তাই ‘সুল্লি ডিলস’ অ্যাপ নির্মাতা অনেক অপরাধ করেছে। সেজন্য এফআইআর সংক্রান্ত কোনও চলমান তদন্ত স্থগিত থাকবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কাউলের নেতৃত্বাধীন বেঞ্চ বিস্ময় প্রকাশ করে বলেছে, অভিযুক্ত বিসিএ স্নাতক ওমকারেশ্বর ঠাকুরকে ছাড় দেওয়া সম্ভব নয়। উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে, দিল্লি পুলিশে দায়ের করা এফআইআরে বলা হয়, ‘সুল্লি ডিলস’ নামে অ্যাপটি একটি ইন্টারনেট প্ল্যাটফর্ম ‘গিটহাব’-এর মাধ্যমে তৈরি করা হয়েছিল। আর সেই অ্যাপে মুসলিম মহিলাদের ছবি তাদের সম্মতি ছাড়াই আপলোড করে নিলামে বিক্রি করা হয়। এরপর জানুয়ারিতে, ‘বুলিবাই’ নামে একটি অ্যাপও এই ধরনের অপরাধমূলক কাজ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct