বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: স্কুলের ছাত্র-ছাত্রীদের অপরাধের লিস্ট ভাইরাল, স্কুলের ক্লাসে মদ্যপান সহ চলছে ধূমপানের আসর বাধ্য হয়ে অভিভাবকদের মিটিং ডাকলো অসহায় প্রধান শিক্ষক। অভিযোগের লম্বা তালিকা। একটি-দুটি নয়, মোট ১৪টি পয়েন্টে একাদশ, দ্বাদশ-সহ স্কুলের কিছু পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার সরিষার একটি স্কুলের। আর সেই অভিযোগ পত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে অভিযোগপত্র দেখে কার্যত চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। এটি স্কুল না সমাজ বিরোধীদের আখড়া, তেমন প্রশ্নও তুলেছেন অনেকে। অভিযোগ উল্লেখ করে একটি অভিভাবকদের সভাও ডেকেছে স্কুল কর্তৃপক্ষ। সেই আবেদনপত্রই ভাইরাল হয়েছে। কী লেখা হয়েছে সেটিতে, একেবারে শুরুর পয়েন্টে রয়েছে একাদশ শ্রেনির বার্ষিক পরীক্ষার খাতায় (রাষ্ট্রবিজ্ঞান) নোংরা গালিগালাজ দেওয়া। এর পরেই একের পর এক অভিযোগের তালিকা প্রস্তুত করেছে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, সিগারেট, বিড়ি, গুটখা, পান, মদ খেয়ে নেশা করে স্কুলের পড়ুয়ারা। পানমশলা খেয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে। ক্লাস রুমের মধ্যে মদ খেয়ে বমি করে, শিক্ষক প্রতিবাদ করলে পাল্টা তেড়ে যায় পড়ুয়ারা। পড়ুয়ারা ভেঙেছে ফ্যান, লাইট, সুইচ বোর্ড। ভেঙেছে দরজা, বেঞ্চ, জলের কলও।এর পাশাপাশি, শিক্ষককে তুই-তোকারি করে কথা বলে পড়ুয়ারা। আসে বাইক নিয়ে। সহপাঠী ছাত্রীকে উত্যক্ত করা হয়। এই শ্রেণির পড়ুয়ারা বসে থাকে অন্য শ্রেণিকক্ষে নির্দিষ্ট লক্ষ্যে থাকা ছাত্রীকে উত্যক্ত করার জন্য।
স্বাভাবিক কারণে স্কুলের নিয়ম শৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন দক্ষিণ ২৪ পরগনার সরিষা হাইস্কুল কর্তৃপক্ষ। স্কুলের নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিভাবকদেরকে চিঠি স্কুল কর্তৃপক্ষের আর সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শোরগোল সরিষা এলাকায়।স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরবিন্দ মন্ডল জানান, লকডাউনের পর স্কুল খুলতে অবনতি হয়েছে স্কুলের নিয়ম শৃঙ্খলা। স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির বেশকিছু ছাত্রের তান্ডবে অতিষ্ঠ স্কুল কর্তৃপক্ষ। স্কুলের দেওয়ালে গুটখার পিক, স্কুলের মধ্যে চলে দেদার নেশা শুধু তাই নয় ভেঙে ফেলা হয় স্কুলের পাখা এমনকি ক্লাসের মধ্যে চলে ব্যাপক মারপিট। আর এ সব কিছু নিয়ে ছাত্রদের শাসন করতে গেলে শিক্ষকদের মারতে উদ্ধত হয় ছাত্ররা। বর্তমানে সরিষা হাইস্কুলে প্রায় দু’হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। তাই বেশ কয়েকজন ছাত্রের জন্য স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। এনিয়ে স্কুলের হাল ফেরাতে অভিভাবকদেরকে চিঠি করে সভা ডাকে স্কুল কর্তৃপক্ষ। সেই চিঠিতে স্কুলের নিয়ম শৃঙ্খলার অবনতির তালিকা প্রকাশ করা হয় যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এনিয়ে শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct