আপনজন ডেস্ক: শান্তিপূর্ণ ভাবে এবছরের রাজ্যের হজ যাত্রীরা হাজ সম্পন্ন করে সৌদি আরব থেকে ফিরে এলেন। শুক্রবার রাজ্যের হাজিদের নিয়ে সৌদি থেকে আসা শেষ উড়ান শুক্রবার কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাদেরকে স্বাগত জানাতে বিমান বন্দরে যান রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি সহ রাজ্য হাজ কমিটির আধিকারিকরা। চলতি বছরের ১৭ ই জুন পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটির তত্ত্বাবধানে বাংলা সহ পার্শ্ববর্তী ছয় রাজ্যের সর্বমোট প্রায় দশ হাজার হাজী সাহেব আরব দেশে পাড়ি জমিয়েছিলেন। প্রায় চল্লিশ দিনের তীর্থযাত্রা শেষ করে ২৭ শে জুলাই থেকে হাজীদের বিমান কলকাতা বিমানবন্দরে ফিরে আসা শুরু হয়। আজ শুক্রবার ছিল তাদের ফিরে আসার শেষ দিন।আরবীয় এয়ারলাইন্সের মোট ছাব্বিশটি উড়ান হাজ যাত্রীদের হজে যাওয়া ও ফিরে আসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এদিন বিমানবন্দরে হাজিদের স্বাগত জানাতে হাজির হয়ে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা সাংসদ নাদিমুল হক বলেন, এবছর সকলের সহযোগিতায় যেভাবে হজ্ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার প্রশংসা সকলের প্রাপ্য। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মোঃ গোলাম রব্বানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য হজ কমিটি ও তাদের খাদেমদের প্রশংসা করেন।
হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নকি জানান, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির নেতৃত্বে সকলের প্রচেষ্টায় সুষ্ঠ পরিবেশে হজ পরিষেবা সম্পন্ন হয়েছে।উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আলহাজ্ব একেএম ফারহাদ হাজিদের স্বাগত জানাতে প্রতিটি উড়ান আসার সময় বিমানবন্দরে হাজির হয়ে বিশেষ নজর কেড়েছেন। শেষ উড়ানের দিনেও ব্যতিক্রম হয়নি। এ নিয়ে একেএম ফারহাদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্ব ধর্মের মানুষের মেলবন্ধনে বৈচিত্র্যময় কর্মসূচি পালন করে আসছে তার ফলেই সমাজের সর্বস্তরে সৃষ্টিশীল কাজের উল্লেখ পাওয়া যাচ্ছে। জেলা প্রশাসনের আধিকারিক, পৌরসভা, পুলিশ প্রশাসন,সিআইএসএফ, স্বেচ্ছাসেবক সহ যাদের সহযোগিতায় হজ সম্পন্ন হয়েছে প্রত্যেকের অভিবাদন জাননো হয়। এদিন হাজীদের স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন রাজ্য হজ কমিটির অন্যতম সদস্য ফজলুর রহমান, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ, আধিকারিক ইকবাল নাইয়ার, আয়ুব আলী, আবুল হোসেন, সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct