সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রাজ্য স্বাস্থ্য দপ্তরের তিন প্রতিনিধি দল বীরভূমের দুবরাজপুর গ্ৰামীণ হাসপাতাল পরিদর্শনে আসেন বুধবার।দলের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি সিএমওএইচ, আসানসোলের এসিএমওএইচ আসানসোল এবং বাহাদুরপুরের আইসিএন। আজ এই প্রতিনিধি দল হাসপাতাল চত্বরের বিভিন্ন দিক পরিদর্শন করেন সেইসাথে চিকিৎসক ও নার্সদের আবাসন গুলি ও ঘুরে দেখেন এবং স্বাস্থ্য পরিষেবা কি ধরনের বা কেমন দেওয়া হচ্ছে সেগুলোও বিস্তারিত ভাবে খতিয়ে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শনকারীরা জানান, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের সমস্ত কিছু পরিদর্শন করে স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট জমা দেওয়া হবে। এর বেশি কিছু তাঁরা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। যাহা বলার সেটা জেলা সিএমওএইচ অথবা স্বাস্থ্য দপ্তরের লোক বলবেন বলে জানান। মূলত হাসপাতালে কনস্ট্রাকশন এবং পরিকাঠামো দেখে কোওয়ালিফাই এর জন্য নম্বর দেওয়া হয়। সেই ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর পেলে কোওয়ালিফাই করবে এবং এর জন্য ইনসেনটিভ পাওয়া যাবে। উল্লেখ্য গতবার কোওয়ালিফাই এর তালিকাভুক্ত ছিল দুবরাজপুর গ্ৰামীণ হাসপাতাল। তাই এই পরিদর্শন মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct