রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: কান্দির থানার অন্তর্গত জীবন্তি বাজারের ব্যবসায়ীদের সুরক্ষা এবং বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে মহলন্দী ২ অঞ্চলের কমিউনিটি হলে প্রশাসনিক স্তরীয় বৈঠক হল বৃহস্পতিবার বিকেলে। উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রার্থ প্রতীম সরকার, গোকর্ণ বিট হাউসের ইনচার্জ অরিজিৎ ঘোষ, এছাড়াও পঞ্চায়েতের মেম্বার সহ জীবন্তি ব্যবসায়ীগণ। এই আলোচনার একাধিক সমস্যার কথা উঠে এসেছে। যেমন জীবন্তি বাজারে প্রায় জ্যামের ফলে যানজট সৃষ্টি, রাত্রি কালীন সুরক্ষা নিয়ে বিশেষ আর্জি কমিটি, পানীয় জল থেকে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে। এ বিষয়ে কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রার্থ প্রতীম সরকার বলেন, স্বচ্ছ পানীয় জল এবং বাজারের সমস্ত যায়গায় যাতে লাইটিং, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয় সে ব্যাপারে চেষ্টা করব।পুলিশ প্রশাসনের পক্ষ বলা হয়, যানজট থেকে শুরু করে, অসামাজিক কোনো কাজ বন্ধ করার জন্য সমস্ত সহযোগিতা আশ্বাস দেওয়া হয়। এছাড়াও পরিবেশ সুরক্ষা বিষয়ে পলিথিন ক্যারিব্যাগ বন্ধ করে বিকল্প হিসাবে কাগজ জাতীয় ব্যাগ ব্যবহার করার জন্য জীবন্তি ব্যবসায়ীদের সঙ্গে কান্দি বাসিকে অনুরোধ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct