আপনজন ডেস্ক: আমরা সাধারণত কোনো অপরিচিত স্থানে গেলে ঠিকানা খুঁজে বের করতে গুগল ম্যাপস অ্যাপের শরণাপন্ন হই। যেখানেই যাওয়ার ইচ্ছা হোক না কেন, ম্যাপসে সার্চ করলে সঙ্গে সঙ্গে পথ দেখায়। এক কথায়, অপরিচিত স্থানে ঠিকানা খুঁজতে গুগল ম্যাপস খুব কাজের। গুগল ম্যাপস অ্যাপ মানুষের জীবনের চলার পথকে অনেকটাই সহজ করে দিয়েছে। কিন্তু জনপ্রিয় এই নেভিগেশন অ্যাপটির কারণে সম্প্রতি কেরালার এক পরিবার মৃত্যুর মুখে পড়তে যাচ্ছিলেন। এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে অ্যাপটিকে। জানা গিয়েছে, সম্প্রতি সোনিয়া নামের এক মহিলা চিকিৎসক নিজের প্রাইভেট কার চালিয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়িতে ফিরছিলেন। সঙ্গে ছিল তিন মাসের শিশুকন্যা, মা সোসামমা ও আত্মীয় আনিস। কিন্তু পথ হারিয়ে ফেলায় সাহায্য নেন গুগল ম্যাপ অ্যাপসের। আর এতেই বাধে বিপত্তি। গুগল ম্যাপসের দেখানো পথে চলতে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে একটি খালে পড়ে যায় গাড়িটি। তার গাড়িতে বিপৎকালীন অ্যালার্মের ব্যবস্থা ছিল। জলেতে পড়ামাত্রই অ্যালার্ম ব্যবহার করেন তিনি। আর এতেই ছুটে আসেন স্থানীয় মানুষ। তখন জলের টানে ভেসে যাচ্ছিল গাড়িটি। ঘটনাস্থলের প্রায় ৩০০ মিটার দূরে কোনো রকমে দড়ি ছুড়ে উদ্ধার করা হয় প্রাইভেটকারের যাত্রীদের। স্থানীয় লোকজন যাত্রীদের ডুবে যাওয়ার আগেই উদ্ধার করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct