সুব্রত রায়, আপনজন: তদন্তে অসহযোগিতার অভিযোগে বৃহস্পতিবার রাখি পূর্ণিমার সকালে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। অনুব্রতকে গাড়িতে তুলে দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু ক্ষণ আগে অনুব্রতর নীচুপট্টির বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই আধিকারিকরা অনুব্রতর বাড়িতে ঢুকে বাড়ির সমস্ত দরজায় তালা মেরে দেন। নিয়ে নেওয়া হয় বাড়ির সবার মোবাইল ফোন। পরিস্থিতি এমন হয় যে, অনুব্রতর দেহরক্ষীরা পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছিলেন না। পরে অবশ্য কেষ্টর দেহরক্ষীদের প্রধানকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। ঘণ্টাখানেক পর অনুব্রতকে বাড়ি থেকে বার করা হয়। বসানো হয় সিবিআইয়ের গাড়িতে। জানা যাচ্ছে, দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তাঁকে নিয়ে যাওয়ার পর সেখানে দফায় দফায় তাঁকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা। এর আগে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ দেহরক্ষী সায়গলকে হেফাজতে নেয় সিবি আই। তার সূত্র ধরেই গরু পাচার কাণ্ডের টাকার সন্ধান পেতে সিবিআই এর টার্গেট ছিল অনুব্রত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct