আপনজন ডেস্ক: চলতি বছরে সৃষ্ট সপ্তম ঘূর্ণিঝড় হয়ে আসছে ‘মুলান’। এটি আঘাত হানবে চীনে। মুলানের প্রভাবে ভূমিধসের ঘটনাও ঘটেছে। ব্যাপক বন্যা এবং ভূতাত্ত্বিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয় চীন। ঘূর্ণিঝড় মুলান ক্রমেই অগ্রসর হওয়ায় চীন হলুদ সতর্কবার্তা জারি করেছে। দেশটির হাইনান ও গুয়াংদং প্রদেশের উপকূলীয় এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে বলে আভাস দেওয়া হয়। জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় মুলানের অবস্থান ঝানজিয়াং নগরীর প্রায় ২২০ কিলোমিটর দূরে লক্ষ্য করা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct