নিজস্ব প্রতিবেদক, হলদিয়া, আপনজন: বুধবার বিকাল ৪ টায় একাধিক দাবি নিয়ে বামফ্রন্ট ডেপুটেশন দেয় হোড়খালী অঞ্চলে,বামফ্রন্ট সমর্থিত কৃষক,শ্রমিক খেতজুর ছাত্র যুব, মহিলাসহ অন্যান্য গণ সংগঠনের যৌথ উদ্যোগে। ডেপুটেশনে ছয় জনের প্রতিনিধি দল প্রধানের কাছে স্মারক লিপি জমা দেওয়া হয়। সিপিআইএমের সুতাহাটা এরিয়া কমিটির সম্পাদক অশোক কুমার পাত্র বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও রেগা প্রকল্পের দুর্নীতি, একশো দিনের টাকা থেকে শ্রমিকদের বঞ্চনা, জলনিকাশির বেহাল দশা, তৃণমূলের তোলাবাজি ,পার্বতীপুর স্কুল বাজারে মদের দোকান বন্ধ, রাস্তা সম্প্রসারণ মেরামত, অঞ্চলের উন্নয়ন ফি বাবদ অতিরিক্ত কর আদায় বন্ধ, আমফান টাকা চুরি প্রবৃতির প্রতিবাদে ১৪ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।উপস্থিত ছিলেন হোড়খালী অঞ্চলের সিপিআইএম প্রাক্তন প্রধান সুভাষ মন্ডল, কমরেড সেক আক্তার হোসেন, সিপিআইএমএর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তপন গারু প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct