নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ৩দফা মিলে অতিক্রান্ত আন্দোলনের ৫১৪ দিন। নবম থেকে দ্বাদশ স্তরের বঞ্চিত েধাতালিকাভুক্তদের আন্দোলন ন্যায্য চাকরির দাবীতে যা শুরু হয় ২০১৯ সালে ২৯ দিনের অনশন থেকে। তারপর মহামান্য উচ্চ আদালতের অনুমতি নিয়ে ২০২১ সালের জানুয়ারী মাস থেকে চলে ১৮৭ দিনের অবস্হান বিক্ষোভ। দাবি পূরণ না হওয়ায় ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে পুনরায় শুরু হয় অনির্দিষ্ট কালের জন্য ধর্ণা। মাননীয়া মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগের দুর্নীতি সম্পর্কে অবগত হয়েই বঞ্চিতদের দ্রুত নিয়োগের ব্যাপারে আশ্বস্হ করেন। জনপ্রিয় ছাত্রনেতা সুদীপ মন্ডল জানিয়েছেন - “আমাদের এই আন্দোলন সম্পুর্ণ অরাজনৈতিক। মহামান্য উচ্চ আদালতের ন্যায়ের উপর আস্হা রাখার পাশাপাশি আমরা সোনার বাংলা গড়ার কান্ডারী মাননীয়া মুখ্যমন্ত্রীর মানবিকতার উপর অগাধ আস্হা রাখি।” আর এক চাকরিপ্রার্থী জানিয়েছেন- দালালচক্রের জন্য আজ এসএসসিতে যে দুর্নীতির শিকার মেধাতালিকাভুক্তরা; তারা যেন দ্রুত সুবিচার পায় মাননীয়া মুখ্যমন্ত্রী ও উচ্চ আদালতের কাছে। গণিতের এক চাকরিপ্রার্থী শুভম বিশ্বাস চাকরির জন্য দালালদের কাছে টাকা দিয়ে প্রতারিত। এরকম শুভম বিশ্বাসদের মতো দালালদের সাথে যোগাযোগ রাখা প্রার্থীকে ইডি জেরা করলেই এই দালালচক্রের সন্ধান মিলবে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে তথ্য ও প্রমাণ সহকারে তিনি অতি দ্রুত ইডি এর অফিসারদের কাছে তথ্য তুলে দিতে চলেছেন। তিনি জানান, দ্রুত সকল বঞ্চিত মেধাতালিকাভুক্তদের নিয়োগ এবং দুর্নীতিমুক্ত নতুন এস এস সির নিয়োগের ব্যাপারে তিনি আশাবাদী। সোনার বাংলা গড়ার কান্ডারী মাননীয়া মুখ্যমন্ত্রী কঠোর হাতে দুর্নীতিকে দমানোর ব্যাপারে বদ্ধ পরিকর- এই ভরসা রাখেন চাকরিপ্রার্থীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct