সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: পঠন পাঠনে মনোযোগ ও শৃঙ্খলা রক্ষায় পড়ুয়াদের মুঠোফোন নিষিদ্ধ করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের সাতুলিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা। শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা করা হয় মাদ্রাসার পক্ষ থেকে। নির্দেশিকা কার্যকর হয়েছে ৮ আগস্ট সোমবার থেকে।প্রধান শিক্ষক শেখ গোলাম মঈনুদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো ছাত্র ছাত্রী মাদ্রাসায় ফোন নিয়ে আসতে পারবে না। মাদ্রাসার পঠন পাঠন ও শৃঙ্খলা রক্ষার্থেই এই সিদ্ধান্ত। এ নির্দেশ কঠোর ভাবে পালনীয়। নির্দেশ অমান্য করলে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হতে পারে। মোবাইল নিষিদ্ধ বিষয়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া আজাদ আলি আপনজনকে বলেন, মোবাইল নিষিদ্ধ করায় আমি খুশি। মোবাইল পড়াশোনায় বিঘ্ন ঘটাতো। অন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও মোবাইল নিষিদ্ধ হওয়া দরকার।” অভিভাবক তথা শিক্ষক আব্দুল মোমেন এবিষয়ে আপনজনকে বলেন, “ পড়ুয়াদের মোবাইল ফোন নিষিদ্ধ অবশ্যই শুভ উদ্যোগ। সাতুলিয়া মাদ্রাসাকে অনুসরণ করা দরকার অন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোকেও।” এলাকার বুদ্ধিজীবীরাও সাতুলিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct