আপনজন ডেস্ক: পরিবারকে সময় দিতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন ট্রেন্ট বোল্ট। চুক্তি থেকে মুক্তি মেলায় আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ফুরসত পাবেন এই পেসার। স্ত্রী এবং তিন সন্তানকে সময় দিতে ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে বাধাহীনভাবে খেলতে এনজেডসিকে চুক্তি বাতিলের অনুরোধ করেন বোল্ট। দুই পক্ষের কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত বোল্টকে অব্যাহতি দেয়ার কথা জানায় এনজেডসি। বোল্ট বলেন, ‘সত্যিকার অর্থেই এই সিদ্ধান্ত নেয়াটা আমার জন্য কঠিন ছিল। এনজেডসিকে ধন্যবাদ। শৈশব থেকেই দেশের ক্রিকেট খেলার স্বপ্ন দেশে এসেছি। গত ১২ বছরে ব্ল্যাকক্যাপসের হয়ে আমি যা কিছু পেয়েছি তার জন্য গর্বিত। এই সিদ্ধান্তটা আমার স্ত্রী এবং তিন ছেলের কথা ভেবে নিয়েছি। পরিবার সব সময়ই আমার সবচেয়ে বড় প্রেরণা।’ বোল্টের কথায় অবসরের ইঙ্গিতও রয়েছে, ‘আমি পরিবারকে সবকিছুর আগে রাখতে পছন্দ করি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct