আপনজন ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ৮ম বারের মতো শপথ নিলেন নীতিশ কুমার। বুধবার পাটনায় রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহান তাকে শপথবাক্য পাঠ করান। ভগবানের নামে হিন্দিতে শপথ নেন নীতিশ। এরপরই ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তেজস্বী যাদব। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চেই নীতিশ কুমারের পা ছুঁয়ে আশীর্বাদ নেন তেজস্বী। এর পরে ২০২৪-এর জন্য বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আবেদন করেন নীতিশ। বিকেল ৫টায় মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং ডেপুটি সিএম তেজস্বী যাদব। ২৪ ও ২৫ আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথম দিনেই নতুন স্পিকার নির্বাচন করা হবে। পরের দিন ফ্লোর টেস্ট হবে। মন্ত্রিপরিষদ সম্প্রসারণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে ছেলে তেজস্বীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাজভবনে হাজির হন রাবড়ি দেবী। তবে তেজস্বীর বাবা এবং আরজেডি সুপ্রিমো লালু যাদব অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নাম না নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন নীতিশ বলেন, ‘২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তবে ২০২৪ সালে তিনি সেখানে থাকবেন কিনা তা কেবল সময়ই বলবে। আমি আমরা বেঁচে থাকি বা না থাকি, তারা ২০২৪ সালে ক্ষমতায় থাকবে না।’ তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী পদের জন্য আকাঙ্ক্ষী নই, প্রার্থী নই। তবে ২০২৪ সালে সব (বিরোধী দল) একত্রিত হওয়া উচিত। সূত্রের মতে, নয়া মন্ত্রিসভায় আরজেডির ১৬ জন, জেডি-ইউয়ের ১৩জন ও কংগ্রেসের ৪জন বিধায়ক স্থান পাচ্ছেন। তবে, ১২জন বিধায়ক সম্বলিত সিপিআই (এমএল) এখনও সরকারে যোগ দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct