মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদীর জল দূষণমুক্ত করতে সেভ জলঙ্গির পক্ষ থেকে নদীয়া জেলার বিভিন্ন ব্লকে পাটের আঁশ ছাড়ানো মেশিন চালিয়ে বিভিন্ন জায়গায় চাষের জমির পাশে মেশিনের মাধ্যমে কিভাবে পাটের আঁশ ছাড়ানো যায়। জলঙ্গি নদীতে পাট পচানোর জন্য জলঙ্গী নদী জল দূষণ হচ্ছে যে কারণে নদীকে বাঁচিয়ে তোলার উদ্যোগ নিয়েছে সেভ জলঙ্গি।সেভ জলঙ্গি সংগৃহীত পাটের আঁশ ছাড়ানো মেশিন চালিয়ে তেহট্ট,শ্যামনগর,পলাশীপাড়া ও সাহেবনগর এলাকায় পাট চাষিদের নিয়ে তাদের মধ্যে সবুজ পাটের আঁশ ছাড়ানোর পদ্ধতি ও তার বিভিন্ন সুবিধা সম্বন্ধে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রদর্শন ও আলোচনার ব্যবস্থা করা হয়। সাহেবনগর অ্যাথলেটিক ক্লাবের বিভিন্ন তেহট্ট এলাকায় এই জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।এই বছর সচেতনতা বৃদ্ধি করতে পারলে আগামী বছর এর সুফল পাওয়া যাবে আশা করা যায়। চাষীরাও উপকৃত হবে নদীও বাঁচবে।সচেতনতা অনুষ্ঠানের দায়িত্ব পালন করলেন তাদের প্রতি। কাঁচা পাট আঁশ ছাড়ানো মেশিন দেখতে ভিড় জমিয়েছে এলাকায় মানুষ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct