সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: পশ্চিমবঙ্গ রাজ্য এ্যাথলেটিকস এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগে ৩০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের তহুরা খাতুন। তহুরা ভাঙড় ১ নম্বর ব্লকের জাগুলগাছি অঞ্চলের ফুলবাড়ী গ্রামের মেয়ে। ৬ আগস্ট তহুরার হাতে পুরস্কার তুলে দেন ওয়েষ্ট বেঙ্গল এ্যাথলেটিকস এসোসিয়েশনের কার্যকরী সভাপতি বিবেক সাহা। পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় মেডেল ও কিছু অর্থ। ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত সল্টলেকের সাই কমপ্লেক্সের মাঠে চলে প্রতিযোগিতা। ৩০০ মিটার দৌড়াতে তহুরা সময় নেন ৩৯. ৩ সেকেন্ড।
তহুরা খাতুন ভাঙড় মহাবিদ্যালয় মাঠে কোচিং নিতেন ছোটবেলায়। তাঁকে কোচিং দিতেন বাগবুল ইসলাম। বর্তমানে তহুরা কোচিং নিচ্ছেন সল্টলেক সাই কমপ্লেক্স থেকে। তাঁকে এখন কোচিং করাচ্ছেন সঞ্জয় ঘোষ। বোনের সাফল্যে তহুরার দাদা আলমগীর হোসেন আপনজনকে বলেন, “ বোনের সাফল্যে আমরা গর্বিত। আমি চাই ভবিষ্যতে বোন আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সবার মুখ উজ্জ্বল করুক।” ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী আপনজন প্রতিনিধির মাধ্যমে তহুরা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জনাব সিদ্দিকী বলেন, “ তহুরা ভাঙড়কে গর্বিত করেছে। ওঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পরবর্তীতে ওঁ দেশের হয়ে খেলবে এটাই প্রত্যাশা করছি। যে কোনো সমস্যায় আমি বিধায়ক হিসেবে ওঁর পাশে আছি। খুব শীঘ্রই ওঁর সঙ্গে দেখা করব।” বিধায়ক আরও বলেন, ভাঙড়ে ক্রিড়া প্রতিভার অভাব নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct