আপনজন ডেস্ক: ঝাপোরিজ্ঝিয়া পরমাণু কেন্দ্রে গোলার আঘাত, আহত এক। অন্যদিকে দুঃখপ্রকাশ করল অ্যামনেস্টি।শনিবার রাতে ইউক্রেন তথা ইউরোপের সবচেয়ে পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয় বলে অভিযোগ। গোলা এসে পড়ে পরমাণু কেন্দ্রটির ঠিক বাইরে কিছু ব্যবহৃত কন্টেইনারের উপর। ঘটনায় এক কর্মী আহত হন বলে ইউক্রেনের জাতীয় পরমাণু বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। অন্যদিকে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, ইউক্রেনের সেনা একাজ করেছে। বস্তুত, যুদ্ধ শুরু হওয়ার পরে এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়া দখল করেছিল। তবে ভিতরে এখনো ইউক্রেনের কর্মীরাই আছেন। তারাই প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে শনিবার রাতের ঘটনার পরে দুশ্চিন্তায় ভুগছেন প্রকল্পের কর্মীরা। ইন্টারন্যাশনাল অ্যটমিক এজেন্সির প্রধান রাফায়েল গ্রসি এই ঘটনায় ঘোর দুশ্চিন্তা প্রকাশ করেছেন। এভাবে পরমাণু কেন্দ্রে আক্রমণ হলে যে কোনওদিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct