জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: রাস্তা নির্মাণ কার্যে বেনিয়মের অভিযোগ তুলে পুরুলিয়ার ঝালদা ২ নং ব্লকের প্রত্যান্ত কাড়িওর, বেটোদ ও তহদ্র্রী গ্রামের গ্রামবাসীরা সরব ঘটনাটি ঝালদা ২ নং ব্লকের রিগিদ গ্রাম পঞ্চায়েতের কাড়িওর গ্রামের পিসিসি রাস্তা নির্মান কার্যে। এই বিষয়ে স্থানীয় গ্রামবাসী শ্রীমন্ত মাহাত , সাকরা সিং মুড়া , মদন সরেন , আশারাম মাঝি ও রোহিন মাহাত প্রমুখরা জানান আমরা এই রাস্তা নির্মাণ কার্যে দুর্নীতি দেখতে পাই। এই রাস্তাটি এমজিএনআরইজিএ প্রকল্প থেকে ৪০১৬৭০৬ টাকা বরাদ্দ হয়। রাস্তাটি কাড়িওর শিব মন্দির থেকে জাটা নদী পর্যন্ত পিসিসি ঢালায় হওয়ার কথা উল্লেখ রয়েছে বোর্ডে। কিন্তু বাস্তবে কাড়িওর শিব মন্দির থেকে কাজ শুরু হলেও মাত্র কয়েকমিটার রাস্তা তৈরী করে বোর্ড লাগিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। আমরা মনে করি রাস্তা নির্মাণ সম্পূর্ণ না করে টাকা আত্মসাৎ করা হয়েছে।আমরা চাই বোর্ডে লেখা যতটা রাস্তার হওয়ার কথা উলেখ রয়েছে ততটা রাস্তার নির্মাণ কাজ করতে হবে। জানা যায় এই রাস্তার উপর দিয়েই একমাত্র ভরসা কাড়িওর ,বেটোদ ,তোহদ্র্রী সহ বেশ কয়েকটি গ্রামের কোটশিলা ও ঝালদার সাথে যোগাযোগ। গ্রামবাসীরা জানান রাস্তা সম্পূর্ণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। যদিও এই বিষয়ে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যা মেহিবালা মাঝি বলেন যতটা টাকা ছিল কাজ হয়েছে টাকা এলেই কাজ সম্পূর্ণ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct