আপনজন ডেস্ক: স্কুল সার্ভিস উত্তীর্ণদের স্কুলের নিয়োগের দাবিতে আন্দোলনের পাঁচশ দিন পেরনোর পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্বাস দিয়েছিলেন মেধাতালিকাভুক্তদের প্রত্যেকেই যাতে চাকরি পান তার ব্যবস্থা করা হবে। তারই পরবর্তী অগ্রগতি হিসেবে সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এসএসসির মেধাতালিকায় থাকা আন্দোলনকারদের বৈঠক হল। বেলা ৩টেয় বিকাশ ভবনে এই বৈঠক শুরু হয়। আন্দোলনকারীদের নেতা শহীদুল্লাহর নেতৃত্বাধীন আটজনের এক প্রতিনিধি দল এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর জানান, শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি এসএসসি মেধাতালিকাভুক্ত সবাইকে চাকরির আশ্বাস দিয়েছেন। একদিনে এই সমস্যা না মিটলেও শিক্ষা মন্ত্রীর সঙ্গে কতা বলে আন্দোলকালদের প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আন্দোলনকারীদের নেতা শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘একদিনে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আলোচনা যেভাবে হয়েছে তা ইতিবাচক, আমরা খুশি। আর আন্দোলন প্রত্যাহারের বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সেই সঙ্গে শহীদুল্লাহ এও বলেন, সবাইকে চাকরির আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রীর তরফে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়। কিন্তু শুধু আশ্বাস পেয়ে সন্তুষ্ট হলেও দ্রুত নিয়োগপত্র চাইছি। মেধাতালিকাবুক্তরা নিয়োগপত্র হাতে পেলেই আন্দোলন প্রত্যাহার করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct