আপনজন ডেস্ক: কথিত সশন্ত্র জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনার নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনবরত আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরাইলের সেনাবাহিনী। এরইমধ্যে ইসরাইলি হামলায় মৃত্যু সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আগ্রাসনকে নতুন লক্ষ্য বলে দাবি করেছেন ইসরাইলের এক সাংবাদিক। ফিলিস্তিনের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় জানায়, গাঁজায় দখলদার ইসরাইল বাহিনী আগ্রাসনে মৃত ফিলিস্তিনির সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ছয়জন শিশু ও চারজন নারী রয়েছেন। গত শুক্রবার থেকে ইসরাইলের সেনাবাহিনীর হামলায় অন্তত ২৬৫ জন আহত হয়েছেন। অনেক নিরীহ ফিলিস্তিনির বাড়িঘর ধূলিসাৎ হয়ে গেছে। এদিকে, ইসরাইলের ধারাবাহিক আগ্রাসনমূলক হামলার কারণে শুক্রবার থেকে জরুরি অবস্থা জারি করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ । গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি। তিনি আরো বলেন, গতকাল দখলদাররা নারী, শিশু কিংবা বৃদ্ধদের কথা চিন্তা না করেই অনেক বাড়ি ধ্বংস করে ফেলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct