আপনজন ডেস্ক: মায়ানমারের জেনারেলদের নিষিদ্ধ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। ১৫ মাস আগে ঘোষিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে মায়ানমার কোনো অগ্রগতি অর্জন না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার কম্বোডিয়ার নমপেনে আসিয়ানের আঞ্চলিক পর্যায়ের ধারাবাহিক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও মায়ানমারের বিশেষ দূত প্রাক সোখোন বলেছেন, মায়ানমারের জেনারেলদের অবশ্যই বর্তমান সংকটময় পরিস্থিতির উন্নতি দেখাতে হবে। তারপর আমরা মায়ানমারের সঙ্গে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নেব। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মায়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে বন্দি এবং তার দল এনএলডি নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। জারি করে সামরিক শাসন। এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ গড়ে ওঠে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct