আব্দুস সামাদ মন্ডল, হুগলি, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রবিবার ফুরফুরা শরীফের পীর আবু বক্কার সিদ্দিকী রহ-এর মাজার শরীফে আসেন দোয়া নেওয়ার উদ্দেশ্যে। এই সফরকালে তিনি বলেন, এ রাজ্যে সাধারণ মানুষের পরিবহন ব্যবস্থায় আরো সহজ সুলভ ব্যবস্থা গ্রহন কিভাবে করা যায় এবং স্বচ্ছতার সাথে এই দপ্তরকে পরিচালনা করতে পারি তার জন্য এই মহান সাধকের দোয়া প্রার্থনা করলাম।
পরিবহন মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি বলেন, আমি সবেমাত্র শপথ নিয়েছি এবং তারপরেই আমার বিধানসভা এলাকার নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েছি। আজ ফুরফুরা শরীফের অনেক পীরজাদের সঙ্গে দেখা করেছি এবং দোয়াও নিয়েছি তাদের থেকে, যাতে আমি পরিবহন দপ্তরের সমস্ত কাজ ভালোভাবে করতে পারি এবং সাধারণ মানুষকে পরিচয় দিতে পারি। দরবার শরীফে উপস্থিত হয়ে প্রথমেই জমিয়তে উলামা বাংলার সভাপতি ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা হযরত মাওলানা ইমরান উদ্দিন সিদ্দিকী ও দ জমিয়তে উলামা বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও সাক্ষাৎ করেন পীরজাদা সাওবান সিদ্দিকী, পীরজাদা সাফেরি সিদ্দিকী, পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী, পীর মতিউল্লাহ সিদ্দিকী সহ আরো অনেকর সঙ্গে। এদিন জমিয়ত এর পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে আবেদন করা হয় ফুরফুর শরীফে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত তীর্থযাত্রীদের যাওয়া-আসার সুবিধার জন্য বিভিন্ন জেলা থেকে বাস চালু করার বিষয়ে ভাবনা চিন্তা করার জন্য অনুরোধ করেন। সবশেষে ফুরফুরা দরবার শরীফের বর্তমান অন্যতম বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুব উদ্দিন সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করে তার দোওয়া নেন মন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct