সেক আনোয়ার হোসেন, দিঘা, আপনজন: নিম্নচাপের ফলে আগামী কয়েক দিন রাজ্যের উপকূলবর্তী অঞ্চল গুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তাল হতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের দ্রুত স্থলভাগে ফিরে আসতে শনিবারের পর রবিবার সকাল থেকেও কাঁথির বিভিন্ন এলাকা জুড়ে শুরু হয়েছে মৎস্য দফতরের তরফ থেকে মাইকিং প্রচার। সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। যে সমস্ত মৎস্যজীবীরা ইতিমধ্যে চলে গিয়েছেন, তাঁদের দ্রুত ফিরে আসার জন্য আহ্ববান করা হচ্ছে। বাড়তি নজরদারি চলছে উপকূলবর্তী এলাকায়। মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী ৮ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত সমুদ্র উত্তালের সম্ভাবনা রয়েছে। তাই ৮ তারিখের মধ্যে তাঁদের দ্রুত স্থলভাগে ফিরে আসতে হবে। সকাল থেকে পেটুয়াঘাট মৎস্যবন্দর সহ বিভিন্ন এলাকায় চলছে মৎস্য দফতরের তরফ থেকে এই মাইকিং প্রচার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ।৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া,তুমুল বৃষ্টির সম্ভাবনা কলকাতায় সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। একই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৬০ কিলোমিটাই বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার সঙ্গে ৮ থেকে ১১ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। চলতি মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গিয়েছে।
সেই ঘাটতি অনেকটাই মিটবে বলে মনে করছে আবহাওয়াবিদদের একাংশ। নিম্নচাপের চোখ রাঙানি, ঝোড়ো হাওয়া-তুমুল বৃষ্টির পূর্বাভাস জয়ন্ত কুমার প্রধান, এ ডি এফ কন্টাই মেরিন জানান, আবহাওয়া দফতরের নির্দেশ অনুসারে উপকূল এলাকায় মাইকিং করা হচ্ছে মৎস্যজীবীদের পাড়ে ফিরে আসার। পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্রে থাকা ট্রলারগুলিকে সতর্কতা জারি করা হয়েছে। তাঁদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আবহবিদরা জানিয়েছেন দক্ষিণবঙ্গে আগামী ৯-১০ অগস্ট অর্থাৎ মঙ্গল এবং বুধবার বেশি বৃষ্টি হবে। কলকাতা সহ নিকটবর্তী জেলাগুলিতে ১০ অগস্ট, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টির ঘাটতি রয়েছে, তা কি কিছুটা হলেও পূরণ হবে? হাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন বৃষ্টির যে ঘাটতি দক্ষিণবঙ্গে রয়েছে, তা এই নিম্নচাপের বৃষ্টির জেরে অনেকটা পূরণ হবে। তবে এই বৃষ্টির কারণে কৃষিকাজের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে বলে আশংকা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct